সাদাকায়ে জারিয়া
"সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ো না।"
সূরা আল-বাকারা: ১৫২আল-কুরআন
"দান সম্পদ কমায় না, ক্ষমা দ্বারা আল্লাহ বান্দার সম্মান বৃদ্ধি করেন এবং যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে, আল্লাহ তাকে উন্নীত করেন।"
সহীহ মুসলিম: ২৫৮৮নবী করিম (সা.)
"যারা তাদের রবকে না দেখেই ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।"
সূরা আল-মুলক: ১২আল-কুরআন
"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।"
সহীহ বুখারী: ৪৫০নবী করিম (সা.)
"আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, (তাদের বলে দাও) আমি তো কাছেই আছি। আহবানকারী যখন আমাকে আহবান করে, আমি তার আহবানে সাড়া দেই।"
সূরা আল-বাকারা: ১৮৬আল-কুরআন